চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

উপজেলা প্রতিনিধি, (চকরিয়া) কক্সবাজার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৭: ০২

কক্সবাজারের চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাঁসেরদিঘি সেনাক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করে চকরিয়া থানা পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় খুটাখালী থেকে চকরিয়া পৌরসদরের দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করলে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকা দুই যাত্রীর ব্যাগ থেকে অভিনব কৌশলে লুকানো ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আটক স্বামী-স্ত্রী হলেন কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জহির আলম ও তার স্ত্রী শাহেনা বেগম। তারা বর্তমানে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা এলাকায় বসবাস করছিলেন।

অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো ব্যাগ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “উদ্ধার করা ইয়াবাসহ অন্যান্য মালামাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে চকরিয়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত