আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণঅভ্যুত্থানে হামলা, হাসিনাসহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো
গণঅভ্যুত্থানে হামলা, হাসিনাসহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে রক্তাক্ত হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও আসাদুজ্জামান খান কামালসহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকার আলিয়া মাদরাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ও চট্টগ্রামের বাসিন্দা সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ গত মঙ্গলবার খুলশী থানায় মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসে।

বিজ্ঞাপন

এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট নগরের ওয়াসা মোড়ে সরকারের জারি করা অঘোষিত কারফিউ অমান্য করে বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে জড়ো হন শিক্ষার্থীরা।

এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশি সহায়তায় আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। ছররা গুলিতে বাদী এমদাদের মাথা, পা, মুখ ও ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ডান চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছেন তিনি।

বাদী অভিযোগ করেন, ঘটনার পর গুরুতর অসুস্থতার কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয়। তাছাড়া অভিযুক্তদের নাম-পরিচয় সংগ্রহ করতেও সময় লাগে।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও তৎকালীন সরকারের মন্ত্রী-আমলাসহ চার সাংবাদিক, চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়ী ও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নাম রয়েছে।

খুলশী থানার ওসি আফতাব উদ্দিন আমার দেশকে জানান, মামলা রুজু হয়েছে। তদন্ত করে দেখা হবে কে দোষী, কে নির্দোষ।

গত বছরের জুলাই মাসে চট্টগ্রামে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে পুলিশের গুলি ও সরকারি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারায় তিন তরুণ। সেই সময় থেকেই আন্দোলনকারীদের নামে ১৪৮টি মামলা করে সরকার দলীয়রা। এসব মামলায় ঢালাওভাবে নিরীহ ছাত্র-জনতাকে আসামি করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে অনেক বাদী আদালতে হলফনামা দিয়ে ‘ভুলবশত’ নাম দেওয়ার কথা জানান।

সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ আমার দেশকে বলেন, আমি কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করতে চাইনি। যারা আমাকে গুলি করেছে, তদন্তে তাদের নামই বেরিয়ে আসবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন