সাংবাদিক আমিন উল্লাহর মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

ইয়াবা চোরাচালান চক্র একাধিকবার হত্যার হুমকি দিয়েছিল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২০
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২২: ১৫

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবাগান থেকে তরুণ সাংবাদিক আমিন উল্লাহর (২৩) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার বলছে এটি পরিকল্পিত হত্যা।

৪২ দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আমিন উল্লাহ অভিযোগ করেন, উখিয়া থানা পুলিশ তাকে হয়রানি করছে এবং আত্মহত্যা করলে এর দায়ভার উখিয়া থানার তৎকালীন ওসি আরিফ হোসাইনের। ভিডিওতে তিনি আরো জানান, স্থানীয় প্রভাবশালীরা তাকে ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে।

বিজ্ঞাপন

পরিবারের দাবি অনুযায়ী, ২ সেপ্টেম্বর বিকেলে অপহরণের পর দু’দিন নিখোঁজ ছিলেন আমিন উল্লাহ। ৪ সেপ্টেম্বর সকালে সমুদ্র সৈকতের ঝাউবাগানে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কাছে পাওয়া যায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি বাসের টিকিট।

আমিন উল্লাহর চাচা মোহাম্মদ আবছার বলেন, ইয়াবা চোরাচালান প্রতিহত করায় তাকে একাধিকবার হত্যার হুমকি দেয়া হয়েছিল। মৃত্যুর আগেও কয়েকজন স্থানীয় ও কিছু রোহিঙ্গার বিরুদ্ধে হুমকির অভিযোগ ছিল। ৮ দিন পর তিনি নয়জন স্থানীয়সহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

উখিয়ার তৎকালীন ওসি মো. আরিফ হোসাইন বর্তমানে রামু থানায় দায়িত্ব পালন করছেন।

তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমিন উল্লাহ আমার কোনো মামলার আসামি ছিল না। ব্যক্তিগতভাবে তাকে চিনতামও না। ভিডিওটি পরিকল্পিতভাবে করা হতে পারে।’

স্থানীয়দের মতে, এই ঘটনার পেছনে দুটি কারণ থাকতে পারে—প্রেমঘটিত সম্পর্ক অথবা ইয়াবার চালান লুটের ঘটনা।

এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবার ও স্থানীয়রা একে হত্যা বললেও পুলিশ বলছে, তদন্ত ছাড়া কিছুই নিশ্চিত করে বলা যাবে না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত