হাইমচরে অগ্নিকাণ্ডে ২৪ দোকান পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১২: ৫৬

চাঁদপুরের হাইমচর উপজেলার কেবিএন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে লাগা এ অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রোকন ফকিরের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ফার্মেসি, মুদি দোকান, মুরগির দোকান, সেলুন, হোটেলসহ বিভিন্ন ধরনের দোকান পুড়ে গেছে।

chadpur-2

খবর পেয়ে হাইমচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে চাঁদপুর ও ফরিদগঞ্জ থেকে আরও দুটি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাইমচর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রতন শেখ জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে তাদের রিজার্ভ পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু রিজার্ভ পানি শেষ হয়ে গেলে পুকুর থেকে পানি আনা হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। তারা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত