উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লীর একটি মসজিদে টানা ৪০ দিন ২০০ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ৩২ শিশু-কিশোর। শনিবার (২ আগস্ট) বিকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামের মানের বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়।
আয়োজক কমিটির সভাপতি হাজী আবু জাফর খাঁন জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ১০ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে ৪০ দিন জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রথমে ৫৯ জন শিশু-কিশোর নামাজ আদায় শুরু করলেও চূড়ান্ত পর্বে ৩২ জন বিজয়ী হয়েছে। এছাড়াও ১০ জন প্রতিযোগী এই ৪০ দিনে মাত্র এক ওয়াক্ত নামাজে অনুপস্থিত ছিল। আমরা ওই ১০ জনের জন্যেও অন্য উপহারের ব্যবস্থা করেছি। এমন ধরনের আরও ধর্মীয় প্রতিযোগিতা ভবিষ্যতে অব্যাহত রাখা হবে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, গ্রামের শিশুরা যাতে মসজিদমুখী হয়, নামাজের গুরুত্ব বুঝে এবং আল্লাহর হুকুম-আহকামসহ সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে সেজন্য মানের বাড়ি জামে মসজিদ কমিটি এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় শর্ত ছিল স্থানীয় শিশু-কিশোরদের এই জামে মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে টানা ৪১ দিন ধারাবাহিকভাবে নামাজ আদায় করবে। প্রতি ওয়াক্তে ইমাম তাদের হাজিরা গণনা করেন।
পুরস্কারপ্রাপ্ত মো. ফাহাদ খাঁন ও সাজেদুল ইসলাম জানান, ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখন মসজিদ ছাড়া নামাজ পড়তে ভালো লাগে না। শুরুতে পুরস্কার আশায় নামাজে এলেও এখন মন থেকে মসজিদে এসে নামাজ পড়তে ইচ্ছে করে। এমন সুন্দর আয়োজনের জন্য মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই।
মসজিদের খতিব মাওলানা মো. আরিফ হোছাইন ছালেহী ও পেশ ইমাম ইমাম মো. ইমাম হোসাইন বলেন, এ প্রতিযোগীতাকে কেন্দ্র করে মসজিদে ভরপুর মুসুল্লির উপস্থিতি ছিল। প্রতিযোগীদের সাথে তাদের অভিভাবকরাও নামাজ পড়তে আসতেন। এ কাজে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ যেন তাদের নেক আশা কবুল করেন।
স্থানীয় রামদাশেরবাগ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম মিন্টু ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন বাবলু শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন ঢাকা নিউ সুপার মার্কেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা নিউ সুপার জামে মসজিদের সভাপতি হাজি সিরাজুল ইসলাম, ফরিদগঞ্জ বাজারের তুলাতলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির কাজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আহম্মদ খন্দকার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সেলিম খাঁন প্রমুখ।
চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লীর একটি মসজিদে টানা ৪০ দিন ২০০ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ৩২ শিশু-কিশোর। শনিবার (২ আগস্ট) বিকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ গ্রামের মানের বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়।
আয়োজক কমিটির সভাপতি হাজী আবু জাফর খাঁন জানান, শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ১০ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে ৪০ দিন জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্রথমে ৫৯ জন শিশু-কিশোর নামাজ আদায় শুরু করলেও চূড়ান্ত পর্বে ৩২ জন বিজয়ী হয়েছে। এছাড়াও ১০ জন প্রতিযোগী এই ৪০ দিনে মাত্র এক ওয়াক্ত নামাজে অনুপস্থিত ছিল। আমরা ওই ১০ জনের জন্যেও অন্য উপহারের ব্যবস্থা করেছি। এমন ধরনের আরও ধর্মীয় প্রতিযোগিতা ভবিষ্যতে অব্যাহত রাখা হবে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, গ্রামের শিশুরা যাতে মসজিদমুখী হয়, নামাজের গুরুত্ব বুঝে এবং আল্লাহর হুকুম-আহকামসহ সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে সেজন্য মানের বাড়ি জামে মসজিদ কমিটি এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় শর্ত ছিল স্থানীয় শিশু-কিশোরদের এই জামে মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে টানা ৪১ দিন ধারাবাহিকভাবে নামাজ আদায় করবে। প্রতি ওয়াক্তে ইমাম তাদের হাজিরা গণনা করেন।
পুরস্কারপ্রাপ্ত মো. ফাহাদ খাঁন ও সাজেদুল ইসলাম জানান, ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখন মসজিদ ছাড়া নামাজ পড়তে ভালো লাগে না। শুরুতে পুরস্কার আশায় নামাজে এলেও এখন মন থেকে মসজিদে এসে নামাজ পড়তে ইচ্ছে করে। এমন সুন্দর আয়োজনের জন্য মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাই।
মসজিদের খতিব মাওলানা মো. আরিফ হোছাইন ছালেহী ও পেশ ইমাম ইমাম মো. ইমাম হোসাইন বলেন, এ প্রতিযোগীতাকে কেন্দ্র করে মসজিদে ভরপুর মুসুল্লির উপস্থিতি ছিল। প্রতিযোগীদের সাথে তাদের অভিভাবকরাও নামাজ পড়তে আসতেন। এ কাজে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ যেন তাদের নেক আশা কবুল করেন।
স্থানীয় রামদাশেরবাগ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম মিন্টু ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন বাবলু শেখের পরিচালনায় উপস্থিত ছিলেন ঢাকা নিউ সুপার মার্কেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা নিউ সুপার জামে মসজিদের সভাপতি হাজি সিরাজুল ইসলাম, ফরিদগঞ্জ বাজারের তুলাতলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির কাজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আহম্মদ খন্দকার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সেলিম খাঁন প্রমুখ।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
৪ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
৪ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৫ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৬ ঘণ্টা আগে