আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিদেশি নাগরিকের ব্যাগ ছিনতাইকালে ধরা পড়ল দুই যুবক

চট্টগ্রাম ব্যুরো

বিদেশি নাগরিকের ব্যাগ ছিনতাইকালে ধরা পড়ল দুই যুবক

চট্টগ্রাম কাস্টম ভবনের সামনে প্রকাশ্যে এক বিদেশি নাগরিকের ব্যাগ ছিনতাইকালে ধরা পড়েছে দুই যুবক। পথচারীদের সহায়তায় স্থানীয়রা তাদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, লোকটি একা হাঁটছিলেন। তিনি চিৎকার দিলে আমরা কয়েকজন তার সাহায্যে ছুটে যাই।

বিজ্ঞাপন

বন্দর থানার ওসি আফতাব আহমেদ আমার দেশকে বলেন, আটক দুজনের নাম মো. শাহাদাত ও মো. আকাশ। তারা চট্টগ্রাম শহরের বাসিন্দা। ব্যাগ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল তারা। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ওই দুই যুবক।

তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তি ইংরেজিতে কথা বলতে না পারলেও মনে হয়েছে তিনি চীনা নাগরিক। তিনি নিরাপদ আছেন। বিস্তারিত পরিচয় জানতে তার সঙ্গে থাকা একজন আত্মীয়কে থানায় আসতে বলা হয়েছে। তিনি সম্ভবত চট্টগ্রামে কোনো বাণিজ্যিক কাজে এসেছেন। এ ঘটনায় বন্দর থানায় মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা পূর্বে ছোটখাটো ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

ওসি জানান, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের আশপাশে বিদেশি নাগরিকদের চলাচল বেড়েছে। এর আগে বিদেশিদের লক্ষ করে এমন ঘটনা আর ঘটেনি। তবে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন