মালয়েশিয়া পাচারকালে টেকনাফ থেকে ৬৬ জন নারী ও শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩৭
ছবি: আমার দেশ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহিন পাহাড় থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। সমুদ্র পথে মালয়েশিয়া পাচারের জন্য তাদের ওই পাহাড়ে ‘বন্দি’ করে রাখা হয়েছিল। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। তবে পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টেকনাফের উপকূলীয় ইউনিয়ন টেকনাফের পাহাড়ের চূড়ায় এই অভিযান চালানো হয়।

তিনি বলেন, সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তিকে গহিন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে- এমন তথ্য পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান শুরু করে। অভিযানকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করে।

কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পাচারকারী দলের সদস্যদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ৬৬ জনের পরিচয় যাচাই-বাছাই করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে, চলতি বছরে এখন পর্যন্ত টেকনাফে ৬২ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার করা হয় ৭৭ জনকে। তবে শীত মৌসুমে সাগর কিছুটা শান্ত থাকায় মানব পাচারের ঘটনা বেশি ঘটে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত