কক্সবাজারে বাতিল হচ্ছে ১২৬ রাজনৈতিক মামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ২২: ০৫

আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া হয়রানিমূলক রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে কক্সবাজারের ১২৬টি মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে মামলার নম্বর উল্লেখ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এসব মামলা ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারার আওতায় প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই চিঠিতে বলা হয়। কক্সবাজার জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, কক্সবাজার জেলার ১৮৯টি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছিল। তার মধ্যে ১২৬টি মামলা প্রত্যাহারের নির্দেশনা এসেছে। পরবর্তী সময়ে বাকি মামলাগুলোও প্রত্যাহার করা হবে।

এ ব্যাপারে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না জানান, বিএনপি নেতাকর্মীরা আসামি আছেন এমন কতটি মামলা প্রত্যাহার হয়েছে তিনি নিশ্চিত হতে পারেননি। নেতাকর্মীরা ব্যক্তিপর্যায়ে যোগাযোগ করে পিপির মাধ্যমে হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের আবেদন করেছেন বলে জানান তিনি।

এদিকে গণমাধ্যম সূত্র মতে, সারা দেশে এখন পর্যন্ত ১০ হাজার ৫০৬টি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাজনৈতিক উদ্দেশ্যে বা হয়রানির জন্য হওয়া মামলা চিহ্নিত করতে দুটি কমিটি গঠন করা হয়েছে- একটি জেলা পর্যায়ে, অন্যটি মন্ত্রণালয় পর্যায়ে।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার যে কেউ মামলা প্রত্যাহারের জন্য আবেদন করতে পারবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত