আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৬ ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার
৬ ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

টেকনাফে ছয়টি মাছ ধরা ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) দুপুরে কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় এই জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, টেকনাফ থেকে আনুমানিক ২০-২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মিস্ত্রিপাড়ার ছয়টি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এখন পর্যন্ত তারা ফিরে আসেনি।

শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে সাগরে মাছ ধরার সময় আমার একটিসহ ছয়টি ট্রলার আটক করে আরাকান আর্মি। ছয়টি ট্রলারে মোট ৫৬ জন

মাঝিমাল্লার আছেন। বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান বলেন, ছয়টি ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি

শুনেছি। এ বিষয়ে বিজিবির সঙ্গে কথা হয়েছে। তাদের ফেরত আনার কাজ চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন