আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটার গান ও গুলিসহ সন্ত্রাসী আটক

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটার গান ও গুলিসহ সন্ত্রাসী আটক

কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) সদস্যরা।

বিজ্ঞাপন

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাম্প-২০ এক্সটেনশনের বি/০৩ ব্লক থেকে তাকে আটক করা হয়।

আটক রহমত উল্লাহ উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের বাসিন্দা মৃত জাকারিয়ার ছেলে৷

পুলিশ জানিয়েছে, আটক রহমত উল্লাহ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আরসার সক্রিয় সদস্য।

অভিযানকালে তার শেল্টার থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি এবং একটি দেশীয় ধারালো অস্ত্র (চাকু)। পরে উদ্ধারকৃত আলামত ও আটককে ১৪ এপিবিএনের ওয়ালাপালং পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ সিরাজ আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে সন্ত্রাসী সংগঠন আরসার এক সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়েছে। উদ্ধার আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস ও অস্ত্র বাণিজ্য রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন