চট্টগ্রামে ভুয়া পুলিশ পরিচয়ে অর্থ দাবি, সতর্ক থাকার আহ্বান সিএমপির

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০: ১৪

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ও পদবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি কিংবা অপরিচিত মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারকরা টাকা দাবি করছে বলে জানিয়েছে সিএমপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাতে সিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সেখানে বলা হয়, প্রতারক চক্র ভুয়া পরিচয়পত্র ও অফিসিয়াল ছবি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সিএমপি জানিয়েছে, এসব যোগাযোগ ভুয়া ও প্রতারণামূলক। কোনোভাবেই অপরিচিত আইডি বা নম্বরের মাধ্যমে টাকা পাঠানো যাবে না। কেউ পুলিশ পরিচয়ে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে তথ্য সংরক্ষণ করে নিকটস্থ থানায় অথবা সিএমপি কন্ট্রোল রুমে (01320-057998) জানাতে হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি) মাহমুদা বেগম বলেন, সম্প্রতি আমাদের কাছে একাধিক অভিযোগ এসেছে। প্রতারক চক্র সিএমপির কর্মকর্তাদের ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এ ধরনের ভুয়া যোগাযোগে কেউ প্রতিক্রিয়া দেখাবেন না এবং কোনোভাবেই টাকা লেনদেন করবেন না। প্রতারক চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে ইতিমধ্যে গোয়েন্দা ইউনিটসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।

প্রতারণার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত