হাইমচরে এনসিপির ১৩ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১৪: ১৪
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ৩৭

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুরের হাইমচর উপজেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি থেকে (৪ জুন) প্রকাশিত এক স্মারকের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন করা হয়।

মো. মোকলেসুর রহমান মুকুলকে প্রধান সমন্বয়কারী করে গঠিত এই কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন আজিজুল হক রাজু, নূরে আলম পাটওয়ারী, আনোয়ার আজিম সোহেল, মো. ইমান হোসেন।

এছাড়াও সদস্য হিসেবে আছেন সর্দার বাচ্চু, ইমন হোসেন নবীউল্লাহ, আশিকুর রহমান, মো. দেলোয়ার হোসেন, নেছার মোল্লা, মনির সাব, জান্নাত ও আয়শা আক্তার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী তিন মাসের জন্য অথবা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত