আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নোয়াখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৭

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ চৌমুহনী পৌর যুবলীগ নেতা ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিসহ ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ চৌমুহনী পৌর যুবলীগ নেতা মো. ইউসুফ মোল্লা, ফখরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. মোস্তফা, আনোয়ার হোসেন, এমদাদুল হক, মাদক মামলা আসামি মো. তানভির হোসেন সৌরভ। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ হাবিবুর রহমান বৃহস্পতিবার রাত এগারোটার সময় আমার দেশকে জানান, ইউসুফ মোল্লা সহ তিনজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের দুপুর দুইটায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারেও পুলিশি তৎপরতা জোরদার করেছে। এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন