ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) আসনে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের জনসভা এখনো আলোচনার রেশ কাটেনি। এ আসনে ট্রাক প্রতীকে ভিপি নুরের দলীয় প্রার্থী হলেন নজরুল ইসলাম নজু। তার আয়োজনে এদিনে সমাবেশ হওয়ার পর উপজেলার বাজার, চায়ের দোকানসহ সর্ব মহলে একটাই প্রশ্ন নজুর জনসভায় এতো মানুষ আইলো কোইথাইক্কা? এই সমাবেশ বলে দিচ্ছে আগামী নির্বাচনে ভোটের মাঠে নজু ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।
সভায় প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর)। এরআগে সভা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সবকটি প্রবেশ মুখ দিয়ে দলে দলে নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন জনসভাস্থলে। মুহূর্তের মধ্যে বিশাল মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়।
মাঠে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক দিয়ে দিয়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার সময় তীব্র যানজট তৈরি হয় ৫ কিলোমিটার এলাকাজুড়ে। অনেক মিছিলকারী আটকা পড়ে যায় রাস্তায়, তারপর সভা যতক্ষণ পর্যন্ত চলছে মিছিলও একের পর এক সভায় এসেছে। সভা শেষ হওয়ার পরও কয়েকটি মিছিল সভাস্থলে আসতে দেখা গেছে।
স্থানীয় গণমাধ্যমকর্মী, সমাজকর্মী ও সুশীল সমাজের মানুষ মনে করেন, নজরুল ইসলাম নজুর এই গণ জমায়েত, বড় দলের নেতা ও প্রার্থীদের জন্য একটি সর্তকবার্তা।
এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম নজু আমার দেশকে বলেন, আলহামদুলিল্লাহ, আমি একজন ক্ষুদ্র মানুষ সাধারণ মানুষ। আমার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার নারী-পুরুষ ৬ ডিসেম্বর নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হয়ে নতুন এক ইতিহাস তৈরি করেছেন। আমি সকলের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন নবীনগরবাসীর সেবা ও সহযোগিতা করো যাবো।
নজু আরো বলেন, মানুষ পরিবর্তন চায়, তারই একটি নমুনা ৬ ডিসেম্বর জনসমাগম। আমি মনে প্রানে বিশ্বাস করি আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নবীনগরবাসী আরো একটি পরিবর্তনের নতুন ইতিহাস তৈরি করবে।

