এক লাখ ৭০ হাজার ইয়াবা নিয়ে র‌্যাবের জালে দুই নারীসহ মাদক কারবারী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২৯

এক লাখ ৭০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ধরা পড়েছেন দুই নারীসহ তিনজন মাদক পাচারকারী। কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের সদর ইউনিয়নের ছোট হাবির পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

বিজ্ঞাপন

ইয়াবা নিয়ে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাবির পাড়ার মো. একরামের স্ত্রী শামীনারা বেগম (৩৬), টেকনাফ উপজেলার মধ্য হ্নীলা এলাকার রইক্ষ্যং এলাকার মো. হাসানের ছেলে মো. আবদুর রহিম (৩০) ও উখিয়া উপজেলার কুতুপালং এ/১ নম্বর ক্যাম্পের পুরাতন রোহিঙ্গা মো. হাসানের স্ত্রী ইসমত আরা (২৪)। ওই সময় তাদের সহযোগী মো. হাসান পালিয়ে যায়।

কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব খবর পায়- কিছু মাদক কারবারী বিপুল পরিমাণ ইয়াবা অন্যত্র নেয়ার জন্য টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ায় অবস্থান করছেন। এই খবর পেয়ে র‌্যাবের টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বিকেলে ওই এলাকার হাসিনার মায়ের বসতবাড়ির টিনসেড বিল্ডিংয়ে অভিযান চালায়। ওই ঘর থেকেই তিন মাদক কারবারীকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও দুইটি বাটন ফোনও জব্দ করা হয়।

উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া কারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত