সীতাকুণ্ডে আওয়ামী দোসরদের নিয়ে ইউএনওর বৈঠক

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৩: ২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের কার্যালয়ে আওয়ামী লীগের দোসরদের নিয়ে বৈঠককে কেন্দ্র করে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। গত বিজয় দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের নৌকা মার্কায় মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ফখরুদ্দীনকে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সুযোগ দেওয়ায় সম্প্রতি বদলি হওয়া ইউএনও কে এম রফিকুল ইসলাম ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। এবার আওয়ামী পদধারী ও দোসরদের নিয়ে উপজেলা কার্যালয়ে সন্ধ্যায় মিটিং করে আরো একধাপ এগিয়েই যেন হাঁটছেন সদ্য যোগদান হওয়া ইউএনও ফখরুল ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী পদধারী ও দোসরদের নিয়ে বেঠককে কেন্দ্র করে এলাকায় আবারো সমালোচনার ঝড় উঠে।

জানা যায়, ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও পরে প্রকাশ্য কর্মকাণ্ড শুরু করে সীতাকুণ্ড উপজেলার চিহ্নিত আওয়ামী পদধারী ও দোসররা। সম্প্রতি তারা উপজেলা প্রশাসন ও থানায় অবাধে বিচরণ করছে। হঠাৎ করে আওয়ামী পদধারী ও দোসরদের তৎপরতা এবং ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করে প্রেসক্লাব দখলে নেয়া এসব বিষয়ে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তর এবং থানা প্রশাসনকে সীতাকুণ্ডে কর্মরত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাংবাদিকদের পক্ষ থেকে লিখিতভাবে এসব আওয়ামী পদধারী ও দোসর সাংবাদিকদের তালিকাসহ অবহিত করা হয়েছে। এমনকি একই তালিকা চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ও জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি কে দেয়া হয়েছে।

চট্টগ্রামের ডিসিসহ সরকারি বিভিন্ন দপ্তরে দেয়া তালিকায় আওয়ামী পদধারীদের মধ্যে রয়েছেন— আমি-ডামি নির্বাচনের এমপি এসএম আল মামুনের ঘনিষ্ঠজন সেকান্দর হোসাইন, নির্বাচনি উপদেষ্টা সৌমিত্র চক্রবর্তী ও লিটন কুমার চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য বিপুল রায়, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন অনিক, আবুল খায়ের, সাইদুল হক, যুবলীগ নেতা সাইফুল ইসলাম রুবেল, নির্দেশ বড়ুয়া, ইকবাল হোসেন রুবেল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা শেখ সালাউদ্দিন, নন্দন রায়। এছাড়া আওয়ামী দোসরদের মধ্যে রয়েছেন— ফোরকান আবু, কৃষ্ণ চন্দ্র দাস, সবুজ শর্মা শাকিল ও সঞ্জয় চৌধুরী।

এ বিষয়ে ইউএনও ফখরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, তারা আওয়ামী লীগের নেতা হিসেবে আমার কাছে আসেনি। সাংবাদিক হিসেবে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। তবে বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তিনি এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত