আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ২১ মে ২০২৫, ১৯: ১০

ভারতে ডলারের দাম বাড়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। বুধবার বাংলাদেশি মাছ রপ্তানিকারকরা ভারতে মাছ পাঠায়নি, তবে বৃহস্পতিবার মাছ রপ্তানির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, ভারতে ডলারের দাম বেড়ে যাওয়ায় গতকাল বুধবার মাছ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টির নিষ্পত্তি হলে বৃহস্পতিবার থেকে ফের ভারতে মাছ রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

এদিকে গত তিন দিন ধরে বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। ভারত ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা দ্রুত এর সমাধান দাবি করেছেন।

ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের তৈরি পোশাক, ফল, ফলের স্বাদযুক্ত পানীয় ও কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা ও সুতার উপজাত এবং আসবাবপত্র আমদানি করবে না বলে ভারত জানিয়ে দিয়েছে। এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের আসবাবপত্র বাদে সব ধরনের পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়। তবে মাছ রপ্তানি আগের মতোই স্বাভাবিক রয়েছে।

ভারতের নিষেধাজ্ঞার কারণে শতকরা ৩০ ভাগের বেশি রপ্তানি বাণিজ্য কমে আসবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। এতে তাদের লোকসানের মুখে পড়তে হবে।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন জানান, ‘ভারতে ডলারের দাম বেড়েছে। আমরা বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। যে কারণে মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত