কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ নম্বর মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থা প্রস্তাব এনে স্মারকলিপি প্রদান করেছেন ইউপি সদস্যরা।
মালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১২ ও ১৩ অক্টোবর ১০ জন ইউপি সদস্য বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ২২টি অভিযোগ এনে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে চেয়ারম্যানের অপসারণ দাবী করেন ইউপির সদস্যরা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ নম্বর মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। এই ইউনিয়নের সেবামূলক প্রতিটি খাত বর্তমানে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে বাস্তবায়িত হচ্ছে এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। যার কারণে এই ইউনিয়নের হাজার হাজার সেবা গ্রহীতা হয়রানি শিকার হচ্ছেন এবং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মালাপাড়া ইউনিয়ন পরিষদে এ ধরনের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বন্ধের স্বার্থে ১০ জন সদস্য চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর দুটি পৃথক স্মারকলিপিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবী করেন।
তার বিরুদ্ধে উল্লেখযোগ্য লিখিত অভিযোগগুলো হচ্ছে, ২০২১ থেকে ২০২৫ (বর্তমান) পর্যন্ত স্বজনদের দিয়ে ট্যাক্স আদায় ও আত্মসাৎ, গালমন্দ করা, কাবিখা, কাবিটা, টিআর, এলজিএসপির কাজ কোনো সভা না ডেকে নিজের পছন্দমতো বাস্তবায়ন, ২৪ মাস ধরে ইউপি সদস্যদের সম্মানী ভাতা না দেয়াসহ তাদের সাথে খারাপ ব্যবহার, ঠিকমতো অফিস না করায় নাগরিকদের সেবা পেতে ভোগান্তি, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স ইত্যাদি ইউপি সদস্যদের অজ্ঞাতসারে একক সিদ্ধান্তে আদায়, মহিলাদের গর্ভকালীন ভাতা পরিষদে কোন সিদ্ধান্ত ছাড়াই অর্থের বিনিময়ে নিজের পছন্দমতো লোকদের প্রদান, ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থ বছরের ১% টাকা আত্মসাৎ, বিভিন্ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ, মাদক সেবন, ইউপি সদস্যদের সাথে অসদাচরণ।
মালাপাড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ সরকার আমার দেশকে বলেন, তার কারণে বিএনপির অনেক বদনাম হচ্ছে। আমরা উপজেলা বিএনপির সভাপতিকে বলেছি তাকে দল থেকে অব্যাহতি দেয়ার জন্য। আর কিছুদিন থাকলে আমাদের বিএনপির মানসম্মান সে ডুবিয়ে ছাড়বে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এসব আওয়ামী পন্থী মেম্বারদের কাজ। এর আগেও তারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল। আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, শুনেছি মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ইউপির ১০ সদস্য আমার কার্যালয় ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগ খতিয়ে দেখে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ নম্বর মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থা প্রস্তাব এনে স্মারকলিপি প্রদান করেছেন ইউপি সদস্যরা।
মালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১২ ও ১৩ অক্টোবর ১০ জন ইউপি সদস্য বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ২২টি অভিযোগ এনে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে চেয়ারম্যানের অপসারণ দাবী করেন ইউপির সদস্যরা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ নম্বর মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। এই ইউনিয়নের সেবামূলক প্রতিটি খাত বর্তমানে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে বাস্তবায়িত হচ্ছে এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। যার কারণে এই ইউনিয়নের হাজার হাজার সেবা গ্রহীতা হয়রানি শিকার হচ্ছেন এবং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মালাপাড়া ইউনিয়ন পরিষদে এ ধরনের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বন্ধের স্বার্থে ১০ জন সদস্য চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কুমিল্লা জেলা প্রশাসক ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর দুটি পৃথক স্মারকলিপিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবী করেন।
তার বিরুদ্ধে উল্লেখযোগ্য লিখিত অভিযোগগুলো হচ্ছে, ২০২১ থেকে ২০২৫ (বর্তমান) পর্যন্ত স্বজনদের দিয়ে ট্যাক্স আদায় ও আত্মসাৎ, গালমন্দ করা, কাবিখা, কাবিটা, টিআর, এলজিএসপির কাজ কোনো সভা না ডেকে নিজের পছন্দমতো বাস্তবায়ন, ২৪ মাস ধরে ইউপি সদস্যদের সম্মানী ভাতা না দেয়াসহ তাদের সাথে খারাপ ব্যবহার, ঠিকমতো অফিস না করায় নাগরিকদের সেবা পেতে ভোগান্তি, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স ইত্যাদি ইউপি সদস্যদের অজ্ঞাতসারে একক সিদ্ধান্তে আদায়, মহিলাদের গর্ভকালীন ভাতা পরিষদে কোন সিদ্ধান্ত ছাড়াই অর্থের বিনিময়ে নিজের পছন্দমতো লোকদের প্রদান, ২০২১-২২ থেকে ২০২৪-২৫ অর্থ বছরের ১% টাকা আত্মসাৎ, বিভিন্ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ, মাদক সেবন, ইউপি সদস্যদের সাথে অসদাচরণ।
মালাপাড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ সরকার আমার দেশকে বলেন, তার কারণে বিএনপির অনেক বদনাম হচ্ছে। আমরা উপজেলা বিএনপির সভাপতিকে বলেছি তাকে দল থেকে অব্যাহতি দেয়ার জন্য। আর কিছুদিন থাকলে আমাদের বিএনপির মানসম্মান সে ডুবিয়ে ছাড়বে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এসব আওয়ামী পন্থী মেম্বারদের কাজ। এর আগেও তারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল। আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, শুনেছি মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ইউপির ১০ সদস্য আমার কার্যালয় ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগ খতিয়ে দেখে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে