কুমিল্লায় আলাউদ্দিন মেম্বার হত্যার বিচার চাইলেন এলাকাবাসী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৬: ১২

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলাউদ্দিন মেম্বার হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে নাঙ্গলকোট এলাকার জনগন। বুধবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

হত্যাকাণ্ডের বিচার চেয়ে এতে বক্তব্য রাখেন নূর মোহাম্মদ, তারিকুল ইসলাম ভূঁইয়া, আবুল খায়ের সাবেক মেম্বার ও নিহতের পুত্র জোবায়ের হোসেন রাজিবসহ শতাধিক মানুষ।

বিজ্ঞাপন

গত ৩ আগস্ট নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে চাচাতো ভাইকে জানাজা দিয়ে বাড়ি ফেরার পথে আলাউদ্দিন মেম্বারকে খুন করে সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জন আসামীর মধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মানববন্ধনে নাঙ্গলকোট এলাকার নূর মোহাম্মদ বলেন, আজ ১৮ দিন পার হলেও পুলিশ মাত্র একজন আসামিকে করেছে। বাকি আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে সকল আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করছি।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত