৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ২২: ১৪

সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন যৌথ চেকপোস্টের সদস্যরা। একই সঙ্গে জব্দ করা হয়েছে সিএনজি অটোরিকশাও।

শুক্রবার কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যায় বিজিবি নেতৃত্বাধীন যৌথ চেকপোস এ ঘটনা ঘটে। বিজিবির রামু ব্যাটালিয়নের বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

আটক সিএনজিচালক ও ইয়াবা কারবারি আরিফ (৩৬) নোয়াখালী জেলার হাতিয়া থানার শাখিড়া বাজার এলাকার শলিরচড় গ্রামের মতিনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশাকে ধাওয়া করে মরিচ্যা চেকপোস্টে নিয়ে তল্লাশি চালানো হয়। চালক প্রথমে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করলেও পরে সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির দাবি জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে আমরা কঠোর নজরদারি চালাচ্ছি। গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত