বাঁশখালীতে গোলাগুলি, গুলিবিদ্ধ ২৪

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৮: ৩০

চট্টগ্রামের বাঁশখালীতে গোলাগুলিতে ২৪ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন, ওই এলাকার আব্দুল জালেকের ছেলে মোহাম্মদ ফোরকান ( ৩০), বদিউল আলমের ছেলে মো. মাহিম বয়স (১৮), নাসুমিয়ার ছেলে মো. জমির উদ্দিন (৫০) ও আমিরুজ্জামানের ছেলে নূর হোসেন (৩৭)।

বিজ্ঞাপন

চমেকে থাকা আমার দেশের স্টাফ রিপোর্টার ওসমান জাহাঙ্গির জানান, আহতরা সবাই গুলিবিদ্ধ। কাউকে কাউকে কোপানোও হয়েছে। এরমধ্যে ফোরকান নামে একজন তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ফোরকানকে নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে নিয়ে যেতে হবে।

আমার দেশের বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী জানান, উপজেলার সরলে সরকারি খাসজমি দখল নিয়ে কবির গ্রুপ ও মনছুর গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালের দিকে আহত আরো গুলিবিদ্ধ চারজনকে নিয়ে যাওয়া হচ্ছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত