আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামুতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে টমটম চালক নিহত

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)
রামুতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে টমটম চালক নিহত

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড়ের বাসিন্দা টমটম চালক সিরাজুল মোস্তফা (৩১) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। সে ছালেহ আহমদ পাড়ার মৃত জাফর আলমের পুত্র।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার পর দুর্বৃত্তরা যাত্রী সেজে সদর উপজেলার পিএমখালী গোলার পাড়া যাবে বলে তার মিনি টমটমে উঠে। পথে তার গাড়িটি ছিনিয়ে নিতে চেষ্টা করলে সে বাধা দেয়।

একপর্যায়ে সন্ত্রাসীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পথের মধ্যে ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত টমটম ড্রাইভার তিন সন্তানের জনক বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন