সেন্টমার্টিনে ১৮৩ কচ্ছপের বাচ্চা অবমুক্ত

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৬: ৩৩

কক্সবাজারের সেন্টমার্টিন সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়েছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা। বৃহস্পতিবার সকালে এসব অবমুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমার সেন্টমার্টিনের’ সমন্বয়ক আলী হায়দার।

বিজ্ঞাপন

তিনি বলেন, চলতি বছর সেন্টমার্টিন দ্বীপের বিভিন্ন স্থান থেকে প্রায় আট শতাধিক কচ্ছপের ডিম সংগ্রহ করেছি আমরা। এর মধ্যে মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেয়া ১৮৩টি কচ্ছপের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। এক সপ্তাহ আগে আরও ১৭০টি বাচ্চা অবমুক্ত করা হয়।

আলী হায়দার বলেন, গত কয়েক বছর ধরে সেন্টমার্টিন সৈকত থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করছে আমাদের সংগঠন। প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে কচ্ছপসহ সব সামুদ্রিক প্রাণীর জন্য নিরাপদ প্রজনন ও আবাসস্থল হিসেবে গড়ে তোলার কাজ চলছে। এরই অংশ হিসেবে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সাগরে অবমুক্ত করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আরেক সমন্বয়ক আয়াত উল্লাহ কুমনি, পরিবেশ অধিদফতরের কর্মী আবদুল আজিজসহ স্থানীয় বাসিন্দারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত