লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর রাজমিস্ত্রির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০১: ২০

লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে ইউছুফ হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন ইউছুফ।

বিজ্ঞাপন

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সাড়ে ৯টার দিকে স্থানীয় এক যুবক খালে টেটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে গাছের নিচে খালে লাশটি পড়ে থাকতে দেখে।

নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের হাবিব উল্যাহ হাজি বাড়ির আবুল কাশেমের ছেলে।

ইউছুফের ছেলে মো. শাকিল বলেন, বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির সামনে শেষ কথা হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে এসে দেখি খালে তার লাশ পড়ে আছে। পা গামছা দিয়ে বাধা ছিল। এটি পরিকল্পিত হত্যা। আমাদের পারিবারিক জমি বন্টন নিয়ে চাচাদের (নিহতের ভাই) সঙ্গে বিরোধ রয়েছে। এছাড়া আর কারো সঙ্গে বাবার কোনো বিরোধ নেই।

নিহতের স্বজন সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবীর বলেন, ইউছুফ আমার ভগ্নিপতি। তার নিখোঁজের বিষয়টি আমার জানা ছিল না। এখন তার লাশ উদ্ধার করা হয়েছে। তার ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে ওই বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত