কুমিল্লায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রশিবিরের

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৯: ৪৫

কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামি ছাত্রশিবির। বৃহস্পতিবার দুপুরে জেলা মহানগরীর পক্ষ থেকে চলতি বছর এসএসসি ও দাখিল সমমান থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের এ সংবর্ধনা দেয় সংগঠনটি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের দাওয়া সম্পাদক মোজাফফর হোসেন।

তিনি বলেন, পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে দ্বীনের কাজ করার জন্য, দ্বীন কায়েমের মধ্য দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত হবে। ইসলামী ছাত্র শিবির সৎ, দেশ প্রেমিক হিসেবে জাতিকে গড়ে তোলে পৃথিবীতে বিস্তৃত ছড়াবে। তিনি বলেন, ৭১ সালে আমরা স্বাধীনতা ফিরে পাইনি, চব্বিশ এর গণঅভ্যুত্থানে ছাত্রদের বিপ্লবের মাধ্যমে আমাদের অধিকার ফিরে পেয়েছি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কঠোরভাবে দমন করা হবে। টেন্ডার বাণিজ্য, সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা তোলার বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা মহানগরীর আমীর কুমিল্লা সদর ৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, বরুড়া সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান হেলাল, মহানগরী ছাত্র শিবির সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ মহানগরীর নেতাকর্মীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত