উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)
কুমিল্লার দেবিদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া আমার দেশ প্রতিনিধিসহ আট সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেবিদ্বার থানায় মামলা দায়ের হয়েছে। হামলায় আট সাংবাদিকসহ মোট ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ উঠখাড়া মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় উঠখাড়া সাহেব বাড়ির শাহজাহান (৪৫), জসীম উদ্দিন (৩০), সাগর (২৫), মজলু (৩০), বিল্লাল (২৭) প্রমুখের নেতৃত্বে ২৫–৩০ জন সন্ত্রাসী সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
আহত সাংবাদিকরা হলেন—
পারভেজ সরকার (দিনকাল প্রতিনিধি)
নেছার উদ্দিন (এশিয়ান টিভি প্রতিনিধি)
সোহরাব হোসেন (আজকের কুমিল্লা প্রতিনিধি)
মো. আনোয়ার হোসেন (ডাক প্রতিদিন প্রতিনিধি)
আবু বকর সিদ্দিক (আমার দেশ প্রতিনিধি)
জহিরুল ইসলাম মারুফ (কালবেলা প্রতিনিধি)
মো. শাহজালাল (ভোরের দর্পণ প্রতিনিধি)
সাইফুল ইসলাম সজিব (এটিএন এমসিএল নিউজ প্রতিনিধি)
এছাড়া সাংবাদিক সোহরাব হোসেনের পিতা মো. জাকির হোসেন, মা নার্গিস বেগম ও ছোট বোন রুমি আক্তারও হামলার শিকার হন।
তাদের গুরুতর আহত অবস্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রুমি আক্তারের হাত ভেঙে যায় এবং সোহরাব হোসেনের স্ত্রী বৃষ্টি আক্তারকেও মারাত্মকভাবে আহত করা হয়।
আমার দেশ প্রতিনিধি আবু বকর সিদ্দিক জানান, সাংবাদিক সোহরাব হোসেনের পরিবারের বাড়ির রাস্তা প্রায় এক মাস ধরে বন্ধ করে রাখা হয়েছিল। এ বিষয়ে গ্রাম্য সালিস বসার কথা ছিল। ঘটনাস্থলের কাছাকাছি একটি চায়ের দোকানে বসে তারা স্থানীয়দের সাথে কথা বলার সময় হঠাৎ সন্ত্রাসীরা এসে হামলা চালায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় আহত সাংবাদিক নেছার উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২, তারিখ ০৩/১০/২০২৫ ইং। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’
কুমিল্লার দেবিদ্বারে সংবাদ সংগ্রহে যাওয়া আমার দেশ প্রতিনিধিসহ আট সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেবিদ্বার থানায় মামলা দায়ের হয়েছে। হামলায় আট সাংবাদিকসহ মোট ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ উঠখাড়া মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় উঠখাড়া সাহেব বাড়ির শাহজাহান (৪৫), জসীম উদ্দিন (৩০), সাগর (২৫), মজলু (৩০), বিল্লাল (২৭) প্রমুখের নেতৃত্বে ২৫–৩০ জন সন্ত্রাসী সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
আহত সাংবাদিকরা হলেন—
পারভেজ সরকার (দিনকাল প্রতিনিধি)
নেছার উদ্দিন (এশিয়ান টিভি প্রতিনিধি)
সোহরাব হোসেন (আজকের কুমিল্লা প্রতিনিধি)
মো. আনোয়ার হোসেন (ডাক প্রতিদিন প্রতিনিধি)
আবু বকর সিদ্দিক (আমার দেশ প্রতিনিধি)
জহিরুল ইসলাম মারুফ (কালবেলা প্রতিনিধি)
মো. শাহজালাল (ভোরের দর্পণ প্রতিনিধি)
সাইফুল ইসলাম সজিব (এটিএন এমসিএল নিউজ প্রতিনিধি)
এছাড়া সাংবাদিক সোহরাব হোসেনের পিতা মো. জাকির হোসেন, মা নার্গিস বেগম ও ছোট বোন রুমি আক্তারও হামলার শিকার হন।
তাদের গুরুতর আহত অবস্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রুমি আক্তারের হাত ভেঙে যায় এবং সোহরাব হোসেনের স্ত্রী বৃষ্টি আক্তারকেও মারাত্মকভাবে আহত করা হয়।
আমার দেশ প্রতিনিধি আবু বকর সিদ্দিক জানান, সাংবাদিক সোহরাব হোসেনের পরিবারের বাড়ির রাস্তা প্রায় এক মাস ধরে বন্ধ করে রাখা হয়েছিল। এ বিষয়ে গ্রাম্য সালিস বসার কথা ছিল। ঘটনাস্থলের কাছাকাছি একটি চায়ের দোকানে বসে তারা স্থানীয়দের সাথে কথা বলার সময় হঠাৎ সন্ত্রাসীরা এসে হামলা চালায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় আহত সাংবাদিক নেছার উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২, তারিখ ০৩/১০/২০২৫ ইং। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে