আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি প্রার্থীর জন্য ভোট চেয়ে মাঠে স্ত্রী ও মেয়ে

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

বিএনপি প্রার্থীর জন্য ভোট চেয়ে মাঠে স্ত্রী ও মেয়ে

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরীর জন্য ধানের শীষ প্রতীকে ভোট চাইতে সরাসরি সাধারণ মানুষের দুয়ারে হাজির হয়েছেন তার স্ত্রী জামিলা নাজনীল মাওলা ও একমাত্র মেয়ে মেহরীন আনহার উজমা। গত কয়েকদিন ধরে নিয়মিত উঠান বৈঠক, মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্যদিয়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত সময় পার করছেন তারা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ ইদিলপুরের ভুইয়া বাড়ি এলাকায় এক উঠান বৈঠক করে তারা। মহিলা নেত্রী কমিশনার মাহমুদা বেগমের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন রফিকের সঞ্চালনায় আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলি, নার্গিস আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ।

বিজ্ঞাপন

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জামিলা নাজনীল মাওলা বলেন, অধ্যাপক আসলাম চৌধুরী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন মানবিক মানুষ। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার রাজনীতি তিনি আজীবন করে আসছেন। ইনশাল্লাহ, আগামীতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীতাকুণ্ডের সার্বিক উন্নয়ন, মানুষের অধিকার রক্ষা এবং ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় অধ্যাপক আসলাম চৌধুরীর কোনো বিকল্প নেই। এজন্য তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।

উঠান বৈঠক শেষে তিনি সীতাকুণ্ড পৌর সদর থেকে উপজেলার সোনাইছড়ি এলাকা পর্যন্ত গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করেন।

115808f0-f9bf-4179-9ccb-aa632d6b76d3

গণসংযোগকালে তিনি বলেন, আমার স্বামী তার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাসেবা, চক্ষু শিবিরসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিগত সরকারের আমলে তাঁকে ১০ বছরেরও বেশি সময় কারাবরণ করতে হয়েছে।

এদিকে, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গণসংযোগ করেন আসলাম চৌধুরীর একমাত্র কন্যা মেহরীন আনহার উজমা। গণসংযোগকালে তিনি বলেন, আমি রাজনীতিবিদ হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে আপনাদের কাছে এসেছি। আমার বাবা সততা ও আদর্শ নিয়ে আজীবন রাজনীতি করেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, তার বাবার স্বপ্ন একটি শান্তিপূর্ণ, বিভেদহীন ও মডেল সীতাকুণ্ড যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং মৌলিক নাগরিক সুবিধা সবার জন্য নিশ্চিত থাকবে।

গণসংযোগের সময় প্রবীণদের কাছ থেকে দোয়া গ্রহণ, তরুণদের সঙ্গে এলাকার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় এবং গৃহবধুদের দৈনন্দিন জীবনসংগ্রামের কথা শুনেন আসলাম চৌধুরীর মেয়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...