নোয়াখালীর সেনবাগের পল্লীতে এক দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে। পরে নগদ টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইলসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ মঈনুদ্দিন সাংবাদিকদের জানান, শনিবার ভোররাত চারটায় উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমেদের বাড়িতে ১০-১৫ জন ডাকাত হানা দেয়। ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে তারা। পরে আলমারির তালা ভেঙে নগদ সাড়ে তিন লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও দামি ৪টি মোবাইল ফোনসহ ৯ লাখ টাকার মালামাল নিয়ে যায় ।
সকালে খবর পেয়ে সেনবাগ থানার ওসি (তদন্ত) নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে সেনবাগ থানার ওসি (তদন্ত) জানান, ক্ষতিগ্রস্তদের বক্তব্য শুনে আমার সন্দেহ হচ্ছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

