আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির প্রার্থী এনামুল হক এনাম

সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান পটিয়ায় হবে না

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান পটিয়ায় হবে না
ছবি: আমার দেশ

পটিয়ায় কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান হবে না বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের পটিয়া আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম। ২৭ জানুয়ারি মঙ্গলবার রাতে পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনি অফিস উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ পটিয়ায় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়নি। মানুষ ভোটকেন্দ্রে যেতে পারলে ধানের শীষে ভোট দেবে। বিগত সময়ে উন্নয়নকাজের নামে লুটপাট করা হয়েছে। দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান পটিয়ায় হবে না।

বিজ্ঞাপন

বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে হতদরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদের কৃষি কার্ড এবং অসচ্ছল রোগীদের হেলথ কার্ড প্রদান করে নানা সুবিধা দেওয়া হবে। দেশের মানুষ বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে।

নির্বাচনি অফিস উদ্বোধন ও প্রচারণায় তার সঙ্গে অংশ নেন পটিয়া পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, সদস্যসচিব গাজী আবু তাহের, জেলা বিএনপি নেতা মোজাম্মেল হক, পৌর বিএনপি নেতা আবদুল মাবুদ, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, জেলা যুবদল সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জাসাস সেক্রেটারি নাছির উদ্দীন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবছার আলম, ৭নং ওয়ার্ড সেন্টার কমিটির আহ্বায়ক কাজী নাছির উদ্দীন, সদস্যসচিব নুরুল আলম, সাবেক সেক্রেটারি মামনুল হক, কামাল মেম্বার, যুবদল নেতা এস এম রেজা রিপন প্রমুখ।

এর আগে মঙ্গলবার সকাল থেকে উপজেলার কচুয়াই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এনামুল হক এনাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন