আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চৌদ্দগ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
চৌদ্দগ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মজুমদার বাড়ির পাশের পুকুরে বুধবার এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন ওই বাড়ির রাসেল মজুমদারের মেয়ে সামিরা আক্তার (১২) ও সাইফুল মজুমদারের মেয়ে সাফা মারওয়া (৭)। প্রতিবেশী যুব নেতা ইমরান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামিরা আক্তার ও সাফা মারওয়া পরিবারের সদস্যদের অগোচরে দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ তাদের দুজনকে না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। পরে আরেক শিশুর কথামতো পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে প্রথমে সামিরা আক্তার ও পরে সাফা মারওয়ার লাশ পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই পরিবারে নেমে আসে শোকের আহাজারি।

একই বাড়ির যুব নেতা ইমরান মজুমদার বলেন, 'পুকুরে গোসল করতে নেমে ভাতিজি সামিরা আক্তার ও সাফা মারওয়ার মৃত্যু হয়েছে।'

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, 'শুনেছি পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের হাসপাতালে আনা হয়নি।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন