স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে অপহরণচক্রের হাত থেকে ধস্তাধস্তি করে পালিয়ে আসেন তিন যুবক। পরে তাদের সহযোগিতায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ সময় অপহরণকারী চক্রের চার সহযোগী পালিয়ে যায়।
র্যাব জানায়, আটক তিনজন হলেন টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার জাফর আলমের ছেলে আক্তার হোসেন (৩৪), উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের মো. কাছিমের ছেলে মো. হামিম (২১) এবং একই উপজেলার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবদুর রহমানের ছেলে আরাফাত উল্লাহ (২৬)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসা তিন যুবক টেকনাফ র্যাব ক্যাম্পে গিয়ে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে র্যাব সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা লেঙ্গুরবিল এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তিনজন অপহরণকারীকে আটক করে।
এএসপি ফারুক আরো জানান, চক্রটি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে ওই যুবকদের টেকনাফে নিয়ে যায়। পরে তারা বুঝতে পারেন, তারা আসলে গণঅপহরণের শিকার হয়েছেন। তখন তারা অপহরণকারীদের সঙ্গে ধস্তাধস্তি করে কৌশলে পালিয়ে র্যাব ক্যাম্পে আশ্রয় নেন এবং অভিযোগ দাখিল করেন।
তিনি বলেন, ‘অপহরণচক্রটি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সক্রিয়। তারা মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করত। পালিয়ে আসা তিন যুবকের বুদ্ধিমত্তা ও সাহসিকতার কারণেই চক্রটির একাংশ ধরা সম্ভব হয়েছে।’
এই ঘটনায় ভুক্তভোগী মো. মেহেরাজ উদ্দিন (১৯) টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে অপহরণচক্রের হাত থেকে ধস্তাধস্তি করে পালিয়ে আসেন তিন যুবক। পরে তাদের সহযোগিতায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এ সময় অপহরণকারী চক্রের চার সহযোগী পালিয়ে যায়।
র্যাব জানায়, আটক তিনজন হলেন টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার জাফর আলমের ছেলে আক্তার হোসেন (৩৪), উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের মো. কাছিমের ছেলে মো. হামিম (২১) এবং একই উপজেলার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবদুর রহমানের ছেলে আরাফাত উল্লাহ (২৬)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসা তিন যুবক টেকনাফ র্যাব ক্যাম্পে গিয়ে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে র্যাব সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা লেঙ্গুরবিল এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তিনজন অপহরণকারীকে আটক করে।
এএসপি ফারুক আরো জানান, চক্রটি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে ওই যুবকদের টেকনাফে নিয়ে যায়। পরে তারা বুঝতে পারেন, তারা আসলে গণঅপহরণের শিকার হয়েছেন। তখন তারা অপহরণকারীদের সঙ্গে ধস্তাধস্তি করে কৌশলে পালিয়ে র্যাব ক্যাম্পে আশ্রয় নেন এবং অভিযোগ দাখিল করেন।
তিনি বলেন, ‘অপহরণচক্রটি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সক্রিয়। তারা মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করত। পালিয়ে আসা তিন যুবকের বুদ্ধিমত্তা ও সাহসিকতার কারণেই চক্রটির একাংশ ধরা সম্ভব হয়েছে।’
এই ঘটনায় ভুক্তভোগী মো. মেহেরাজ উদ্দিন (১৯) টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
১৫ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার দুই আসামির ১৩ ও একজনের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেফায়ার সার্ভিসের দাবি, অপরিকল্পিত নগরায়ণ, পানির পর্যাপ্ত উৎসের অভাব এবং সমন্বয়হীনতার কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশেষ করে বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও জাহাজভাঙা শিল্পাঞ্চলে আগুন নেভাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ, এসব স্থানে আগুন লাগার খবর অনেক সময় দেরিতে পৌঁছ
৪ ঘণ্টা আগেফরিদপুরের আলফাডাঙ্গায় আমির হামজা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১০ ঘণ্টা আগে