চট্টগ্রাম ব্যুরো
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাট ডাউন’ কর্মসূচির কারণে স্থবিরতা নেমেছে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে। জাহাজ থেকে পণ্য ওঠা-নামা কার্যক্রম স্বাভাবিক থাকলেও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় থমকে গেছে পণ্য সরবরাহ।
শনিবার সকাল থেকে পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের অধীন এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা।
কর্মকর্তারা কাজে যোগ না দেয়ায় পণ্যের শুল্কায়ন, বিল অব এন্ট্রি দাখিলসহ অন্যান্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে করে বন্দরে আসা পণ্যের সরবরাহ কার্যক্রম ব্যাহত হয়। বন্দর ব্যবহারকারীরা জানান, এনবিআর কর্মকর্তাদের শাট ডাউন কর্মসূচির প্রভাব আমদানি-রপ্তানি কার্যক্রমের ওপর পড়েছে। এ কর্মসূচির কারণে বন্দরে কনটেইনার জট তৈরি হয়েছে। যা দেশের জাতীয় অর্থনীতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
কাস্টমস সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মাসে এনবিআরকে দু’ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্বনীতি নামে দু’টি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। সেটি বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআরের কর্মীরা। আন্দোলনকারীদের প্লাটফর্ম-এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে ঢাকার এনবিআর ভবন, চট্টগ্রাম কাস্টমস ছাড়াও এনবিআরের অধীন ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের দেশের সব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা একযোগে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি শুরু করে।
চট্টগ্রাম শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন জানান, ঈদের আগে থেকে একই দাবিতে দফায় দফায় আন্দোলন করছে কাস্টমসের মতো স্পর্শকাতর একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এতে দিনকে দিন বন্দরে কনটেইনার জট তৈরি হওয়ার পাশাপাশি রপ্তানি চেইনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে সংকটের সমাধার না করলে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুখ জানান, আগের অ্যাসেসমেন্ট হওয়া পণ্যগুলো ডেলিভারি হচ্ছে। কাস্টমস কাজ না করায় নতুন করে কোনো পণ্য অ্যাসেসমেন্ট হচ্ছে না। দিন যত যাচ্ছে বন্দরের ডেলিভারি কার্যক্রম ততই কমছে। কিন্তু জেটিতে জাহাজ আসা-যাওয়া ও পণ্য খালাস স্বাভাবিক আছে। জাহাজ থেকে পণ্য নামছে কিন্তু ডেলিভারি হচ্ছে না। এতে জট বাড়তে শুরু করেছে ইয়ার্ডে। কাস্টমসের শাট ডাউন কর্মসূচি অব্যাহত থাকলে সংকট আরো ঘনীভূত হবে বলেও জানান তিনি।
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাট ডাউন’ কর্মসূচির কারণে স্থবিরতা নেমেছে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে। জাহাজ থেকে পণ্য ওঠা-নামা কার্যক্রম স্বাভাবিক থাকলেও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় থমকে গেছে পণ্য সরবরাহ।
শনিবার সকাল থেকে পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের অধীন এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা।
কর্মকর্তারা কাজে যোগ না দেয়ায় পণ্যের শুল্কায়ন, বিল অব এন্ট্রি দাখিলসহ অন্যান্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে করে বন্দরে আসা পণ্যের সরবরাহ কার্যক্রম ব্যাহত হয়। বন্দর ব্যবহারকারীরা জানান, এনবিআর কর্মকর্তাদের শাট ডাউন কর্মসূচির প্রভাব আমদানি-রপ্তানি কার্যক্রমের ওপর পড়েছে। এ কর্মসূচির কারণে বন্দরে কনটেইনার জট তৈরি হয়েছে। যা দেশের জাতীয় অর্থনীতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
কাস্টমস সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত মাসে এনবিআরকে দু’ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্বনীতি নামে দু’টি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। সেটি বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআরের কর্মীরা। আন্দোলনকারীদের প্লাটফর্ম-এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে ঢাকার এনবিআর ভবন, চট্টগ্রাম কাস্টমস ছাড়াও এনবিআরের অধীন ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের দেশের সব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা একযোগে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি শুরু করে।
চট্টগ্রাম শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন জানান, ঈদের আগে থেকে একই দাবিতে দফায় দফায় আন্দোলন করছে কাস্টমসের মতো স্পর্শকাতর একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এতে দিনকে দিন বন্দরে কনটেইনার জট তৈরি হওয়ার পাশাপাশি রপ্তানি চেইনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে সংকটের সমাধার না করলে জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুখ জানান, আগের অ্যাসেসমেন্ট হওয়া পণ্যগুলো ডেলিভারি হচ্ছে। কাস্টমস কাজ না করায় নতুন করে কোনো পণ্য অ্যাসেসমেন্ট হচ্ছে না। দিন যত যাচ্ছে বন্দরের ডেলিভারি কার্যক্রম ততই কমছে। কিন্তু জেটিতে জাহাজ আসা-যাওয়া ও পণ্য খালাস স্বাভাবিক আছে। জাহাজ থেকে পণ্য নামছে কিন্তু ডেলিভারি হচ্ছে না। এতে জট বাড়তে শুরু করেছে ইয়ার্ডে। কাস্টমসের শাট ডাউন কর্মসূচি অব্যাহত থাকলে সংকট আরো ঘনীভূত হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
৩১ মিনিট আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে