চট্টগ্রামে বিএনপির জনসমাবেশে ব্যতিক্রমী সাজে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মিরসরাইয়ের দুই বিএনপি কর্মী। মাথা থেকে পা পর্যন্ত ধানের শীষ প্রতীকে সাজানো এই দুই কর্মীকে দূর থেকেই আলাদা করে চেনা যাচ্ছিল।
রোববার চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসমাবেশে তাদের এই অভিনব উপস্থিতি দেখতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে। অনেকেই তাদের সঙ্গে ছবি ও সেলফি তুলতে আগ্রহ প্রকাশ করেন।
ধানের শীষে সজ্জিত ওই দুই কর্মী হলেন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বিএনপি কর্মী সাইদুল ইসলাম ও নেপাল চন্দ্র দাশ।
মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, “সাইদুল ও নেপাল দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করে আসছেন। বিএনপির দুঃসময়ে তারা সবসময় রাজপথে ছিলেন। দল ও ধানের শীষ প্রতীকের প্রতি ভালোবাসা থেকেই তারা এমন ব্যতিক্রমী সাজে কর্মসূচিতে অংশ নেন। বিএনপির বড় কর্মসূচিতেই তাদের এভাবে দেখা যায়।”
নেপাল চন্দ্র দাশ বলেন, “ছোটবেলা থেকেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। একসময় গ্রাম পুলিশের চাকরি করতাম। বিএনপি করার কারণে তৎকালীন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেন। পরিবার নিয়ে অনেক কষ্ট করেছি, কিন্তু দলের আন্দোলন থেকে পিছিয়ে যাইনি। ভবিষ্যতে দল ক্ষমতায় এলে সেই কষ্টের প্রতিদান মিলবে—এই বিশ্বাসই আমাদের শক্তি।”
এদিকে রোববার দুপুরের পর থেকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখতে শত শত নেতাকর্মীকে অপেক্ষা করতে দেখা যায়।
মিরসরাই পৌরসভার বিএনপি কর্মী আলমগীর বলেন, “দীর্ঘদিন ধরে তারেক রহমানকে সামনে থেকে দেখার স্বপ্ন ছিল। আজ সেই আশায় চট্টগ্রাম থেকে ফেনী যাওয়ার পথে অপেক্ষা করছি। ইনশাআল্লাহ দেখা হবে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

