দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশ : ০২ মে ২০২৫, ২১: ০৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় রাঙামাটিতে জেলার সকল দপ্তর প্রধান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুলিশ দায়িত্ব পালনে আগের চেয়ে অনেক সক্রিয় হয়েছে। ২৪ এর জুলাই-আগস্টে বিপ্লবের মাধ্যমে এ দেশের জনগণ স্বৈরচারমুক্ত হয়েছে তার সুফল আগামী দিনে আমাদের কাজে লাগাতে হবে। আমরা নিজেদের ভুল সংশোধন করে কাজ করতে হবে।

তিনি আরো বলেছেন, পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেদিকে প্রশাসনের নজরদারি রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত নিয়ে আসলে সেগুলো আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছি।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সকল সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত