স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রামের পতেঙ্গা থানার বিচ এলাকায় গোলাগুলির ঘটনায় ঢাকাইয়া আকবর (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশের একজন কর্মকর্তা (নাম প্রকাশ করেনি) বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আকবরকে রাতে জরুরি বিভাগে আনা হয়। তার পায়ে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিচ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন আকবর।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গুলির ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
আকবর ঢাকার বাসিন্দা হলেও সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আসা-যাওয়া করতেন বলে স্থানীয়রা জানান। তিনি কী কারণে সেখানে অবস্থান করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চট্টগ্রামের পতেঙ্গা থানার বিচ এলাকায় গোলাগুলির ঘটনায় ঢাকাইয়া আকবর (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশের একজন কর্মকর্তা (নাম প্রকাশ করেনি) বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আকবরকে রাতে জরুরি বিভাগে আনা হয়। তার পায়ে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিচ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন আকবর।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গুলির ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
আকবর ঢাকার বাসিন্দা হলেও সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আসা-যাওয়া করতেন বলে স্থানীয়রা জানান। তিনি কী কারণে সেখানে অবস্থান করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে