শিপিং করপোরেশনের জন্য কেনা হচ্ছে আরও ৩ জাহাজ: নৌ উপদেষ্টা

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ২০: ৩৪

বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে। এই খাতে আয় বাড়াতে সরকারের এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এম সাখাওয়াত বলেন, সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় হংকং কনভেনশন অনুসরণ করায় ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন শিপইয়ার্ড সনদ পেয়েছে। আরও কয়েকটি শিপইয়ার্ডে গ্রীন সার্টিফিকেট পাওয়ার পথে। তবে যে সব শিপ ব্রেকিং ইয়ার্ডের গ্রীন শিপইয়ার্ডে রূপান্তর করতে পারেনি তাদের কি হবে। আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য শিল্প মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাপোর্ট করবেন বলে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন শিপ ব্রেকিং ইয়ার্ড ব‍্যবসায়ীদের আশ্বস্ত করেন। সময় বাড়ানোর জন্য তিনি আইএমও'র সাথে আলোচনা করবেন বলেও জানান।

পরিদর্শনকালে তিনি শ্রমিকদের কাজের পরিবেশ এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এ সময় তিনি নৌপরিবহণ ও শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে সীতাকুণ্ডের শিপ ব্রেকিং শিল্পের উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে বলে আশা প্রকাশ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত