উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার ২৭ আগস্ট সরকারি সফরে নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে আসছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
২৪ আগস্ট উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত এক তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি সফরে ২৭ আগস্ট বুধবার সকালে সড়ক পথে ঢাকা থেকে নবীনগরে আসবেন শারমিন এস মুরশিদ। বেলা ১১টায় তিনি নিজ বাড়ি নাসিরাবাদ গ্রামে উপস্থিত হবেন। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার নাসিরাবাদ ও মানিকনগরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করবেন এবং বিকাল ৩টায় জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। পরে বিকাল চারটায় ঢাকার পথে রওনা দেবেন।
শারমিন এস মুরশিদ আসার খবরে সাধারণ মানুষের মাঝেও উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা, এবার হয়তো নবীনগর উপজেলার নদীভাঙন রোধকল্পে একটা সমাধানের পথ তৈরি হবে।
উপদেষ্টাকে বরণ করতে নবীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন ইউএনও রাজীব চৌধুরী।
উল্লেখ্য, শারমিন এস মুরশিদের দাদা আলী আহাম্মদ খান ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের সহ-সভাপতি ছিলেন এবং ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনে আওয়ামী মুসলিম লীগের হয়ে নবীনগর ও বাঞ্ছারামপুর আসন থেকে এমএলএ নির্বাচিত হন। শারমিন এস মুরশিদের মা নূরজাহান মুরশিদ শেখ মুজিবুর রহমান সরকারের সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। পরে আদর্শিক কারণে ১৯৭৪ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
তাজউদ্দীনসহ জাতীয় চার নেতা হত্যার পর তিনি রাজনীতি থেকে সরে আসেন। শারমিন এস মুরশিদের পিতা শিক্ষাবিদ ডক্টর সারোয়ার মোর্শেদ খান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মুক্তিযুদ্ধের সংগঠক।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার ২৭ আগস্ট সরকারি সফরে নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে আসছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
২৪ আগস্ট উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত এক তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি সফরে ২৭ আগস্ট বুধবার সকালে সড়ক পথে ঢাকা থেকে নবীনগরে আসবেন শারমিন এস মুরশিদ। বেলা ১১টায় তিনি নিজ বাড়ি নাসিরাবাদ গ্রামে উপস্থিত হবেন। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার নাসিরাবাদ ও মানিকনগরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করবেন এবং বিকাল ৩টায় জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। পরে বিকাল চারটায় ঢাকার পথে রওনা দেবেন।
শারমিন এস মুরশিদ আসার খবরে সাধারণ মানুষের মাঝেও উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা, এবার হয়তো নবীনগর উপজেলার নদীভাঙন রোধকল্পে একটা সমাধানের পথ তৈরি হবে।
উপদেষ্টাকে বরণ করতে নবীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন ইউএনও রাজীব চৌধুরী।
উল্লেখ্য, শারমিন এস মুরশিদের দাদা আলী আহাম্মদ খান ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের সহ-সভাপতি ছিলেন এবং ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনে আওয়ামী মুসলিম লীগের হয়ে নবীনগর ও বাঞ্ছারামপুর আসন থেকে এমএলএ নির্বাচিত হন। শারমিন এস মুরশিদের মা নূরজাহান মুরশিদ শেখ মুজিবুর রহমান সরকারের সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। পরে আদর্শিক কারণে ১৯৭৪ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
তাজউদ্দীনসহ জাতীয় চার নেতা হত্যার পর তিনি রাজনীতি থেকে সরে আসেন। শারমিন এস মুরশিদের পিতা শিক্ষাবিদ ডক্টর সারোয়ার মোর্শেদ খান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মুক্তিযুদ্ধের সংগঠক।
বুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
১২ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
১৮ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
২৯ মিনিট আগেমৌলভীবাজারে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় এক কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে