চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর দ্রুতগামী একটি মাইক্রোবাস ইলেকট্রনিক টুলবক্সের সাথে ধাক্কা খেলে তিন যাত্রী আহত হয়।
মঙ্গলবার বিকেল ৫টায় পতেঙ্গা প্রান্ত থেকে টানেল দিয়ে আনোয়ারা প্রান্তে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
এতে একজন পুরুষ ও দু’জন নারী গুরুতর আহত হন। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
গুরুতর আহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন সাতকানিয়া এলাকার আফিয়া বেগম (২৬), নোয়াখালী জেলার ফাকেরা বেগম (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেল টুল বক্সের ইনচার্জ কর্নেল মোহাম্মদ ফারুক।

