সাহরি নিয়ে অনাকাঙ্ক্ষিত স্ট্যাটাস, হামলার শিকার যুবক

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১১: ২২
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১১: ৪৬

কুমিল্লার মেঘনা উপজেলায় ‘রমজান মাসে সাহরি খেতে ইমাম ডাকাডাকি করলে বিরক্তবোধ হয়’- ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়ার অভিযোগে মবের শিকার হয়েছেন স্থানীয় এক যুবক। মবের শিকার ওই যুবকের নাম গোলাম মোস্তফা (৩৮)। তিনি মহেশখোলা গ্রামের বাসিন্দা। গতকাল সকালে উপজেলার কদমতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় একদল যুবক তার ফেসবুক স্ট্যাটাস দেখে ক্ষোভে কদমতলায় কর্মক্ষেত্রে তার ওপর হামলা করে। যুবকরা তাকে ব্যাপক মারধর করে। তাকে মারধর করার ভিডিও করাও হয়। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়- তাকে ঝুলিয়ে পেটাও। মারধরে মাটিতে লুটিয়ে পড়ার পরও তাকে লাথি মারতে দেখা যায়। এতে মারাত্মক আহত হন গোলাম মোস্তফা। স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়ে এখন নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, কয়েকজন থানায় এসে অভিযোগ দিয়েছেন। তিনি মবের শিকার কিনা জানি না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত