নবীনগর পৌর শহরে প্রবেশের রাস্তার বেহাল দশা

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৮: ০৮

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে তিতাস নদীর তীরে পৌরসভার শহর রক্ষা বাঁধের উপর তৈরি রাস্তাটি সদরে প্রবেশ করার একমাত্র বিকল্প রাস্তা। পৌর শহরে ছোটো বড়ো শতশত যানবাহন এই রাস্তা দিয়ে প্রবেশ করে। বিশেষ করে ছোট যানবাহনগুলোর প্রবেশ বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

রাস্তাটি সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে। ইট-খোয়া উঠে খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও রাস্তার দু’ধার ভেঙে সংকুচিত হয়ে পড়েছে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে রাস্তাটি সংস্কারের দাবি যানবাহন চালক, যাত্রী ও পৌরবাসীর।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার এই রাস্তাটি মাঝিকাড়া ব্রিজ থেকে, মনুবাবুর ঘাটলা পর্যন্ত সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। কোথাও কোথাও ইটের টুকরো পড়ে আছে। গর্তগুলোতে জমেছে বৃষ্টির পানি, কাঁদা মাটি ও ময়লা আবর্জনা।

স্থানীয় ব্যবসায়ী ও যানবাহন চালকরা জানান, এ রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমা হয়ে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে হয় অনেক ঝুঁকি নিয়ে। অনেক সময় গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, শহর রক্ষা বাঁধের রাস্তা দিয়ে পিকআপ, সিএনজি ও অটোরিকশাসহ ছোটো ছোটো যানবাহনগুলো নবীনগর পৌরসভার শহরে প্রবেশ করতে হয়। এটা বাধ্যতামূলক করে দিয়েছে পৌরসভার কর্তৃপক্ষ। অথচ এই রাস্তাটি দীর্ঘ দিন ধরে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। সংস্কারকাজ করার কোনো আলামত দেখা যাচ্ছে না।

তারা আরও বলেন, নবীনগর পৌরসভা প্রথম শ্রেণির পদ মর্যাদার হওয়ার পরও এই রাস্তার সংস্কার কাজ না হওয়া লজ্জাজনক।

সিএনজি ও অটোরিকশা চালকরা বলেন, এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই সিএনজি চালাই। সড়কটির সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এই রাস্তাটি দ্রুত সংস্কার করার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী বলেন, রাস্তাটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় সংস্কার কাজ করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলা পরিষদ ও নবীনগর পৌরসভার অর্থায়নে আরও দুই ফুট প্রশস্তকরণসহ রাস্তাটির সংস্কার কাজ দ্রুত সময়ে শুরু করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত