১৭ দিন পর বাংলাদেশি পণ্যবাহী কার্গো ছাড়লো আরকান আর্মি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৪০

মিয়ানমারে থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটকে রাখা কার্গো জাহাজটি ১৭ দিন পর ছেড়ে দেয়া হয়েছে। শনিবার পণ্যবাহী কার্গোটি টেকনাফ স্থলবন্দর ঘাটে পৌঁছে।

পণ্যবাহী জাহাজটি ঘাটে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন৷ এর আগে ২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি কার্গো ছেড়ে দেয়া হয়েছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, এর আগে দুটি পণ্যবাহী কার্গো আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পেয়েছিল। এই জাহাজ গুলো মালামাল খালাস করে ইয়াংগুনে ফিরে গেছে। ১৭ দিন পর আরাকান আর্মির হাতে আটক অন্য জাহাজটিও ছাড়া পেয়েছে।

তিনি জানান, জাহাজটি ঘাটের নোঙর করা আছে। আগামীকাল মালামাল খালাস করা হবে। ইতঃপূর্বে ১৬ জানুয়ারি দুপুরে মিয়ানমারের ইয়াংগুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক করা হয় পণ্যবাহী তিনটি কার্গো। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল ছিল। এর মধ্যে গত ২০ জানুয়ারি দুটি কার্গো ছেড়ে দিয়েছিল আরাকান আর্মি। সেখানে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল।

এ বিষয়ে আমদানিকারক এনামুল হক বলেন, আরাকান আর্মির হাত থেকে ১৭ দিন পর পণ্যবাহী কার্গো ঘাটে পৌঁছেছে। সেখানে ১৬শ’ বস্তা শুঁটকি রয়েছে। দীর্ঘ ১৭ দিন পর কার্গোটি ছেড়ে দেয়ার ফলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে ৷

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, গত ১৬ জানুয়ারি আরকান আর্মির হাতে আটক আরও একটি পণ্যবাহী কার্গো ঘাটে পৌঁছেছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত