লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনির হোসেন (২৬) ওরফে মায়া মনিরকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের কাটাখালী ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মনির হোসেন রামগঞ্জ থানার চন্ডিপুর আলি মুন্সি বাড়ির (ঠাকুরবাড়ি) মৃত শফিকুল ইসলামের ছেলে।
রামগঞ্জ থানার ওসি আবদুল বারী জানান, মায়া মনিরের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকদ্রব্যসহ একাধিক মামলা রয়েছে। আদালত থেকে এসব মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়। তার নামে চারটি ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাটাখালী ব্রিজের গোড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আসামি মায়া মনিরকে আদালতে প্রেরণ করা হবে।

