মিয়ানমারে মুহুর্মুহু গুলি-মর্টারশেলের শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। শনিবার ভোরে জেলার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নং ওয়ার্ড তুলাতলী, খারাইংগা ঘোনা, কুনাপাড়া, উত্তরপাড়ার মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে।
হোয়াইক্যং বালুখালি বিজিবি চেকপোস্ট এলাকার সরওয়ার, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ হোসন বলেন, মিয়ানমারে বিদ্রোহী সংগঠনের সংঘর্ষের ফলে আমাদের বসতঘরে এসে গুলি পড়ছে।
হোয়াইক্যং বাজার এলাকার মো. জাহাঙ্গীর আলম জানান, আমার বাড়ি ও প্রতিবেশী কয়েকটি বাড়িতে আচমকা গুলি এসে পড়ে।
হোয়াইক্যং বাজারের গৃহিণী তৈয়বা খাতুন বলেন, ভোর সকালে শত শত গুলির শব্দে আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। এক পর্যায়ে আমার বসতঘরের টিনের ছাল ভেদ করে ভেতরে প্রবেশ করে গুলি।
হোয়াইকং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, আমরা যখন ফজর নামাজ পড়ছিলাম তখনই গুলির বিকট শব্দ শুনতে পায়। ফজরের পর আরো বৃদ্ধি পায় গুলির শব্দ। এক পর্যায়ে শত শত এলাকার নারী পুরুষ ঘর ছেড়ে রাস্তায় নিরাপদস্থানে চলে আসে।
হোয়াইকং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী জলাল আহমদ বলেন, সীমান্তে বসবাসরত মানুষের বাড়িঘর এখন অনিরাপদ। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ভিন দেশের বিদ্রোহের গুলি এলাকায় চরম আতংক ও উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী বলেন, মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফের হোয়াইকং সীমান্তে ভোরে ব্যাপক গুলির শব্দ শোনা গেছে।
এ বিষয়ে জানতে ৬৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসির কাছে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

