আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ত যাওয়ার সময় সূর্য কেন কমলা-লাল রং ধারণ করে

আমার দেশ অনলাইন
অস্ত যাওয়ার সময় সূর্য কেন কমলা-লাল রং ধারণ করে

আকাশে যখন কমলা, লাল, গোলাপি কিংবা সোনালি রঙের ছটা খেলা করে, তখন তা এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। আকাশের রঙ নীল, আবার সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্য ও আকাশের রঙ গাঢ় লাল দেখা যায়। বিজ্ঞানের ভাষায় যার নাম রেইলে স্ক্যাটারিং। 

আর যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বায়ুমণ্ডলে থাকা নাইট্রোজেন, অক্সিজেনসহ অন্যান্য ক্ষুদ্র কণার সঙ্গে ধাক্কা খায়। এই ধাক্কার ফলে আলো চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকেই বলে রেইলে স্ক্যাটারিং।

বিজ্ঞাপন

আসলে সূর্যের আলো সাতটি ভিন্ন রঙের সমষ্টি, যা বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এর মধ্যে প্রতিটি রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য কিংবা ঢেউয়ের দৈর্ঘ্য আলাদা। যেমন নীল আলোর বৈশিষ্ট্য বেগুনি ও নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট। আর লাল আলোর বৈশিষ্ট্য লাল ও কমলার আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়। আর তরঙ্গদৈর্ঘ্য যত ছোট, বিচ্ছুরণ তত বেশি হবে।

দিনের বেলায় যখন সূর্য মাথার ওপরে থাকে, তখন নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট হওয়ায় এটি বায়ুমণ্ডলের কণা দ্বারা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। সে কারণে দিনের বেলা আমরা চারদিকে আকাশকে নীল দেখি।

আর সূর্যাস্তের সময় সূর্যের আলো কেন লাল বা কমলা দেখায়। এর ব্যাখ্যা রেইলে স্ক্যাটারিং-এর নিয়মের মধ্যেই নিহিত। আলোর পথের পরিবর্তন ঘটে। যখন সূর্য দিগন্তের কাছাকাছি চলে আসে, তখন সূর্যের আলোকরশ্মিকে আমাদের চোখে পৌঁছানোর জন্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পথ পাড়ি দিতে হয়।

এই দীর্ঘ পথে ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো বিশেষ করে নীল, বেগুনি এবং সবুজ বায়ুমণ্ডলের কণা দ্বারা বারবার ধাক্কা খেয়ে এত বেশি ছড়িয়ে পড়ে যে, তা আমাদের চোখ পর্যন্ত আর পৌঁছাতে পারে না। অর্থাৎ নীল আলো পথেই হারিয়ে যায় বা বিচ্ছুরিত হয়ে যায়।

অন্যদিকে লাল ও কমলা আলোর তরঙ্গদৈর্ঘ্য বড় হওয়ায় তারা বায়ুমণ্ডলের কণা দ্বারা কম বিচ্ছুরিত হয়। ফলে যখন অন্যান্য রঙের আলো পথেই হারিয়ে যায়, তখন এই অপেক্ষাকৃত বড় তরঙ্গদৈর্ঘ্যের লাল ও কমলা আলোই সবচেয়ে কম বাধা পেয়ে সরাসরি আমাদের চোখে এসে পৌঁছায়। সে কারণে সূর্যাস্তের সময় দিগন্তের সূর্যকে কমলা, লাল কিংবা রক্তিম দেখা যায়।

আকাশে যখন ধূলিকণা, ধোঁয়া কিংবা মেঘের কণা বেশি থাকে, তখন সূর্যাস্তের রঙ আরও তীব্র ও উজ্জ্বল দেখায়। এই কণাগুলো বড় হওয়ায় লাল ও কমলা আলোকেও কিছুটা ছড়িয়ে দিতে পারে, যা রঙের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। আর্দ্রতা ও ধোঁয়াপূর্ণ সন্ধ্যায় সে কারণে প্রায়শই সবচেয়ে নাটকীয় লাল-কমলা সূর্যাস্ত দেখা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদির ওপর গুলির ঘটনায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

হাদির কিডনির কার্যক্ষমতা ফিরলেও সার্বিক অবস্থা উদ্বেগজনক

আমার দেশে সংবাদ প্রকাশ: প্রবাসীর দেয়া বাইসাইকেল উপহার পেলেন অজতি কৃষ্ণ

এবার জামিন পেয়ে জেল থেকে মুক্তির আগেই অপরাধ চক্রে সন্ত্রাসী সবুজ

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং অফিস

এলাকার খবর
খুঁজুন