চকরিয়ায় অপহরণের তিনঘণ্টা পর গ্যারেজ মালিকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (চকরিয়া) কক্সবাজার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫২

কক্সবাজারের চকরিয়ায় অপহরণের তিনঘণ্টা পর টমটমের এক গ্যারেজ মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর সদরের মাতামুহুরী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত গিয়াস উদ্দিন (৪৫) উপজেলার কাকারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দিঘিরপাড় এলাকার গোলাম কাদেরের ছেলে।

‎পরিবারের লোকজন জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে টমটমের গ্যারেজ বন্ধ করে স্থানীয় মিন্টু নামে একজনকে নিয়ে মোটরসাইকেলে করে চিরিংগায় যায় গিয়াস উদ্দিন। রাত আড়াইটার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে মাতামুহুরী ব্রিজের উপর একটি প্রাইভেট গাড়ি নিয়ে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষ তৌহিদের নেতৃত্বে পাঁচজন লোক তাদের মোটরসাইকেলকে ব্যারিকেড দেয়। এ সময় প্রাইভেট গাড়ি থেকে তৌহিদসহ ৪-৫ জন লোক নেমে মিন্টুকে বন্দুকের ভয় দেখিয়ে দুরে দাঁড় করিয়ে রাখে। পরে তারা গিয়াস উদ্দিনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মিন্টু আড়াল হয়ে বিষয়টি গিয়াস উদ্দিনের পরিবারকে জানায়।

স্থানীয় লোকজন জানায়, কয়েকবছর পূর্বে পূর্বে চকরিয়া পৌরসভার কারাইয়্যাঘোনা এলাকা থেকে কাকারা ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এসে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে তৌহিদ। পরে তার নেতৃত্বে এলাকার উঠতি বয়সী ছেলেদের নিয়ে একটি কিশোর গ্যাং তৈরি করা হয়। এ গ্যাংয়ের সদস্যরা এলাকায় টমটম, ব্যাটারিসহ বাড়িঘরের বিভিন্ন জিনিষপত্র চুরি কাজে জড়িয়ে পড়ে। এ নিয়ে প্রতিবাদ করায় গতবছর তৌহিদ তার দলবল নিয়ে গিয়াস উদ্দিনের উপর হামলা করে। এ ঘটনায় থানায় মামলা হয়। এর জের ধরেই গিয়াস উদ্দিনকে অপহরণের পর পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং লিডার তৌহিদ ও তার বাহিনীর লোকজন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মহাসড়কের পাশ থেকে গিয়াস উদ্দিন নামে একজন টমটম গ্যারেজ মালিকের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এতে তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। থেঁতলানো ছিল পুরো মাথা। হাতেও একাধিক কামড়ের দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ঘাতকদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে অভিযানে রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত