আড়াইহাজারে ডাকাতি, ৫ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৫০
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৬

আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সাহিদা আক্তারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর এলাকার সাহিদা আক্তার (৪৩) ও তার মেয়ে সানজিদা আক্তারের (১৯) বাড়িতে ভোররাত প্রায় ৩টা ৪০ মিনিটে ডাকাতদল হানা দেয়। একতলা বাড়িটির মূল ফটকের তালা ভেঙে প্রায় ১০/১৫ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে।

এ সময় তারা বাড়ির লোকদের মারধরের হুমকি দিয়ে নগদ ৩ লাখ টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার ও একটি স্যামসাং গ্যালাক্সি এ৫৪ মোবাইল ফোন নিয়ে যায়। সব মিলিয়ে ডাকাতদল প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন সাহিদা আক্তার।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত