আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চৌদ্দগ্রামে কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

চৌদ্দগ্রামে কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের সংবর্ধনা

কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর জামিয়া মাদানিয়া মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে জেলা কওমি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ২৪ ছাত্রকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, হাব ও আটাব চট্টগ্রাম জোনের সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং মুহতামিম মোহাম্মদ উল্লাহ উজানীর পরিচালনায় মাহফিলে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, সাবেক এনএসআই পরিচালক কাজী কামাল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, মছরুর হোসেন আজাদ, ইঞ্জিনিয়ার মো. শামীম।

ওয়াজ করেন মুফতি রেজাউল করিম আবরার, মুফতি মাহমুদ হাসান কাসেমী, মাওলানা হারেছ উদ্দিন। এর আগে বৃহস্পতিবার রাতে ওয়াজ করেন মাওলানা মেরাজুল হক মাযহারী, মাওলানা আবুল কাশেম, মাওলানা আবুল হাসান রাজাপুরী। এ সময় মাওলানা আলতাফ হোসেন, মুফতি আবদুর রহিম, হাফেজ মুহা. শাহাদাত হুসাইন, বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের অভিভাবকসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...