উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)
কক্সবাজারের রামুতে চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ায় পরিবারগুলোতে চলছে গভীর উদ্বেগ ও আহাজারি।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো কক্সবাজার জেলার রামু ফতেখাঁরকুল ইউনিয়নের বাইপাস এলাকার আনসার উল্লাহর পুত্র আবদুল হামিদ ছমির (১৪), বাংলাবাজার মুক্তারকুলের কলিম উল্লাহর পুত্র উমর ফারুক ইমন ( ১৩), রামু বাইপাসের সৈয়দ উল্লাহর পুত্র সাহেদ সৈয়দ (১৫) ও কাউয়ারখোপ বৈলতলার নজরুল ইসলামের পুত্র মোস্তফা কামাল (১৬)।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে জুমার নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি চার কিশোর। তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরস্পরের আত্মীয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুমার নামাজের জন্য বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় শিশুদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছেন। সন্তানদের ফেরত পেতে সবার সহায়তা কামনা করেছেন তারা।
কক্সবাজারের রামুতে চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ায় পরিবারগুলোতে চলছে গভীর উদ্বেগ ও আহাজারি।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো কক্সবাজার জেলার রামু ফতেখাঁরকুল ইউনিয়নের বাইপাস এলাকার আনসার উল্লাহর পুত্র আবদুল হামিদ ছমির (১৪), বাংলাবাজার মুক্তারকুলের কলিম উল্লাহর পুত্র উমর ফারুক ইমন ( ১৩), রামু বাইপাসের সৈয়দ উল্লাহর পুত্র সাহেদ সৈয়দ (১৫) ও কাউয়ারখোপ বৈলতলার নজরুল ইসলামের পুত্র মোস্তফা কামাল (১৬)।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে জুমার নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি চার কিশোর। তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরস্পরের আত্মীয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুমার নামাজের জন্য বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় শিশুদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছেন। সন্তানদের ফেরত পেতে সবার সহায়তা কামনা করেছেন তারা।
অভ্যুত্থানের পরে নতুন গঠনতন্ত্র প্রণয়নে মনোযোগী না হয়ে যারা শুধু নির্বাচন নির্বাচন করছেন তারা পতিত ফ্যাসীবাদী শাসনই ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন। শুধু ব্যালটের মাধ্যমে নয়, রক্ত দিয়েও নির্বাচন হয়। বর্তমান সরকার রক্তের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
৫ মিনিট আগেবোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, ‘কাঁচা মাংসে বিভিন্ন ধরনের ক্ষতিকর জীবাণু থাকে। দীর্ঘদিন এভাবে কাঁচা মাংস খেলে তার শরীরে মারাত্মক সংক্রমণ হতে পারে।’
১৯ মিনিট আগেশনিবার দুপুরের নাটোরের পশ্চিম আলাইপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।
২৪ মিনিট আগে২০০৭ সালে স্টিবিডর প্রথা বিলুপ্তির পর স্টিবিডরদের মধ্য থেকেই শিপ হ্যান্ডলিং ও বার্থ অপারেটর নিয়োগ দেয়া হয়। বন্দরের সব অভিজ্ঞ শ্রমিক কর্মচারীরা কোন না কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছে।
৩৯ মিনিট আগে