রামুতে চার শিক্ষার্থী নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৪: ৫৮
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৫: ০১
নিখোঁজ ৪ শিক্ষার্থী

কক্সবাজারের রামুতে চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ায় পরিবারগুলোতে চলছে গভীর উদ্বেগ ও আহাজারি।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো কক্সবাজার জেলার রামু ফতেখাঁরকুল ইউনিয়নের বাইপাস এলাকার আনসার উল্লাহর পুত্র আবদুল হামিদ ছমির (১৪), বাংলাবাজার মুক্তারকুলের কলিম উল্লাহর পুত্র উমর ফারুক ইমন ( ১৩), রামু বাইপাসের সৈয়দ উল্লাহর পুত্র সাহেদ সৈয়দ (১৫) ও কাউয়ারখোপ বৈলতলার নজরুল ইসলামের পুত্র মোস্তফা কামাল (১৬)।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে জুমার নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি চার কিশোর। তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরস্পরের আত্মীয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুমার নামাজের জন্য বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় শিশুদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছেন। সন্তানদের ফেরত পেতে সবার সহায়তা কামনা করেছেন তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত