স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত হয়নি: আসিফ মাহমুদ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৪৫

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানতে পারবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিজ্ঞাপন

গতকাল রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর গ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জনগণের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছিল, ইতোমধ্যে সরকার তা সমাধানে অনেক উদ্যোগ নিয়েছে । বিশেষ করে মেট্রোপলিটন সিটিগুলোতে ছিনতাই বেড়ে গিয়েছিল । সরকার টহল জোরদার করেছে। ঢাকার প্রতিটি মোড়ে বিভিন্ন বাহিনীর টহল অব্যাহত রয়েছে। সব বাহিনী অ্যাকটিভ অবস্থায় আছে।

আমরা আশা করছি খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। নতুন দল মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা- এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আমি দলের কোনো কার্যক্রমে যুক্ত নই। সরকারের দায়িত্বে আছি। সরকারের গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্বটা আমাদের রয়েছে। আমরা রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারব না। তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন দল নয়, বাংলাদেশের সব রাজনৈতিক দল জনকল্যাণমুখী হবে। জনগণের জন্য কাজ করবে ‌।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত