বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের ৬ সদস্য আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৩: ৫৩

কক্সবাজারে টেকনাফের শাহপরীর দ্বীপে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অভিযানে মানব পাচারকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। ওই সময় পাচার দলের আরও চার সদস্য পালিয়ে গেছে। শনিবার টেকনাফের শাহপরীর দ্বীপের মিস্ত্রি পাড়ার একটি বাড়িতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের মিস্ত্রি পাড়ার মোহাম্মদ আখেরের স্ত্রী শামসুন্নাহার (৩৫), উখিয়ার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জালালের স্ত্রী হোসনে আরা (৩১), টেকনাফের শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের মৃত সৈয়দ আকবরের স্ত্রী নুরুন্নিসা (৪৯), বালুখালী ক্যাম্পের আবুল হাসেমের ছেলে মোহাম্মদ ইসমাইল (৫০), উখিয়ার জামতলী ১৫ নম্বর ক্যাম্পের আবু সামাদের ছেলে হারুন (৩৫) ও টেকনাফ শালবাগান ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলে ইউসুফ আলী (৪৭)। সবাইকে শাহপরীর দ্বীপের মিস্ত্রি পাড়ার শামসুননাহারের ঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় কালু মিয়া (৩৫) ও হাশেম মোল্লা (২৫) নামের দুইজনসহ চারজন পাচারকারী পালিয়ে যায়।

বিজ্ঞাপন

টেকনাফে দায়িত্বরত বিজিবির ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ায় একটি বাড়িতে লুকিয়ে রেখে কয়েকজন বিদেশি নাগরিককে সাগরপথে মিয়ানমার থেকে পাচার করে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। গোপন সূত্রে খবর আসার পর শনিবার অভিযান শুরু হয়। বিজিবির অভিযান দলটি মিস্ত্রিপাড়ার প্রবাসী মোহাম্মদ আখেরের স্ত্রী শামসুন্নাহারের বাড়ি ঘেরাও করে। পরে বাড়ির ভেতরে ঢুকে প্লাস্টিকের ছাউনি দেয়া একটি ঘর থেকে বাড়ির মালিক শামসুন্নাহারসহ মানব পাচারকারী চক্রের ৬ জন সদস্যকে আটক করা হয়। মানব পাচার চক্রের ধৃত সদস্যদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, টেকনাফ ব্যাটেলিয়ান (২ বিজিবি) পরিচালিত এই বিশেষ ও সফল অভিযানটি মাদক ও মানব পাচারের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতিরই উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের নিরাপত্তা নিশ্চিত এবং মানুষের জীবন রক্ষায় এই ধরনের সাহসী ও কার্যকরী প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত